বৃহস্পতিবার   এপ্রিল ১০ ২০২৫   ২৬  চৈত্র  ১৪৩১


দোহাজারীতে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যাত্রীর, আহত ৩

MD. Sayem Uddin

Updated 25-Jan-27 /   |   স্টাফ রিপোর্টর   Read : 33
চট্টগ্রামের দোহাজারীর বিওসি মোড়ে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। আজ ভোরে

চট্টগ্রামের দোহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম মো. নাঈম (৩১)। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

মো. নাঈম চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের দক্ষিণ হাসিমপুর বড়পাড়া গ্রামের বাসিন্দা। আহত তিনজন হলেন অটোরিকশাচালক জুয়েল (৩০), সেলিম (৪০) ও মো. সাব্বির (১৯)। তাঁরা সবাই হাসিমপুর ইউনিয়নের বাসিন্দা। আহত ব্যক্তিদের মধ্যে জুয়েল ও সেলিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাব্বিরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মাংস ব্যবসায়ী সাব্বির তাঁর দুই কর্মচারী নাঈম ও সেলিমকে নিয়ে চন্দনাইশ থেকে লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন চালক জুয়েল। বিওসি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে জানান, আজ ভোরে দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।