শুক্রবার   এপ্রিল ১৮ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের মামলায় সেই এডিসি বরখাস্ত

MD. Sayem Uddin

Updated 25-Jan-27 /   |   স্টাফ রিপোর্টর   Read : 37
সংগৃহীত

রোববার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন

বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে মারা যান নয়া দিগন্ত ও স্থানীয় দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব। অভিযোগ করা হয়, সাদেক কাউসার দস্তগীরের গুলিতে মারা যান তুরাব। সরকার পতনের পর দস্তগীরকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর থেকে গ্রেপ্তার করে পিবিআই। এর আগে তুরাব হত্যা মামলায় ১৭ নভেম্বর রাতে আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সিলেট মহানগর পুলিশে দায়িত্ব পালনকালে যে কয়জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ উঠে তার মধ্যে দস্তগীর অন্যতম।