সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


শাহজাদপুরে ব্যাবসায়ী, আওয়ামীলীগ নেতা,  ও সাংবাদিকদের সাথে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী তরু লদীর মত বিনিময় ।

NiralaTv

Updated 20-Nov-01 /   |   Admin   Read : 245

শফিকুল ইসলাম পলাশ শাহজাদপুর প্রতিনিধিঃ 

আজ শনিবার দুপুরে পৌর সদরের দ্বারিয়াপুর লদী পাড়া মহল্লায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকে  মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মনির আক্তার খান তরু লদীর বাস ভবনে স্হানীয় ব্যাবসায়ী, আওয়ামীলীগ নেতা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,শাহজাদপুর বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রবিন আকন্দ,শাহজাদপুর বস্ত্র মালিক সমিতির সভাপতি মোঃ মনছুর, সাধারন সম্পাদক মোঃ শান্ত, কাপর ব্যবসায়ী মোঃ ফজলু,ব্যবসায়ী নেতা মনোরঞ্জন মোদক, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ,আনু লদী,মোঃ মসলেম, মোঃ তৈয়ব আহমেদ প্রমূখ। এবং শাহজাদপুরের সাংবাদিক বৃন্দ।এ মত বিনিময় সভায় তরু লদী বলেন, নৌকা প্রতিকে তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে, শাহজাদপুর পৌরসভাকে আধুনিক ও ডিজিটাল পৌরসভায় রুপান্তরিত করবেন।