শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ফেনীতে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২০ 

Shariful Islam

Updated 25-Feb-01 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 47

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়লো ২০ পরীক্ষার্থী। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত পরীক্ষার চারটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

সমিতি সূত্র জানায়, শহরের চার কেন্দ্রে নিয়োগ পরীক্ষার আয়োজন করে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে পাঁচ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে সাতজন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে সাতজন ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ছয় জনকে আটক করা হয়।  

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, পরীক্ষায় প্রক্সি দিতে আসা ২০ জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশে সোপর্দ করেছে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।