ফেনীর সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিজাম উদ্দিন নামে একজন নিহত সহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ ২ ফেব্রুয়ারী রবিবার সকাল ৭টা ৩০ মিনিটের সময় ওই স্থানে সিএনজি ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী'ও পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা কাভারভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিজাম উদ্দিন নিহত হয়েছেন। এবং সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থার অবনতি দেখে পুলিশ ও স্থানীয়রা তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ দূর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।