বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুই জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- রাশেদুল ইসলাম ও জুনায়েদ আহমেদ হৃদয়।
এর আগে মঙ্গলবার রাতে রূপগঞ্জের তারাবো পুরাতন বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মাদক সেবনকালে শিমুল ও শ্রাবণ নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছুরিকাহত হন রাশেদুল ও জুনায়েদ। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সবশেষ বুধবার ভোরে রাশেদুল ইসলাম এবং দুপুরে জুনায়েদ আহমেদ হৃদয় নামের দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে।