শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন অফিসে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়

Romjan Ali

Updated 25-Feb-20 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 49
ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন অফিসে অগ্নি  মহড়া অনুষ্ঠিত হয়।

অদ্য ইং ২০/০২/২০২৫ তারিখ,সকাল দশ গতিতে  সময়  ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন,বান্দরবান সদর,বান্দরবান পার্বত্য জেলার অফিসার ও ফোর্স কর্তৃক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মহড়া ও মৌলিক  প্রশিক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা :- অগ্নি নির্বাপনের বিভিন্ন কলা কৌশল, আগুন লাগার কারণ, আগুন নির্বাপণ ও গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপণের বিভিন্ন কলা কৌশল শেখানো হয়।

এ সময় উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী মহোদয়।

 এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন ও বান্দরবান জোন ও থানচি জোনের ইনচার্জগনসহ ও অফিসার ফোর্স।

উক্ত প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ  হাসান ইকবাল চৌধুরী মহোদয়।