শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


রাণীনগরে দুই ইটভাটা মালিককে একলাখ টাকা জরিমানা

মোঃ আরাফাত আলী

Updated 25-Mar-06 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 112

নওগাঁর রাণীনগরে লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার অপরাধে দুইভাটা মালিককে ৫০হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে এতথ্য জানিয়েছেন আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

 

শেখ নওশাদ হাসান জানান,বৈধ লাইসেন্স ছাড়াই ইটভাটা নির্মান করে ইট প্রস্তুুত করছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেনাবাহিনীর টহল দলকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীন অবস্থায় ইটভাটা পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্র আইন ভঙ্গের অপরাধে মেসার্স বি.ডি.সি ইটভাটার মালিক সাইদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া একই অপরাধে মেসার্স দ্বিপ ব্রিকসের মালিক আব্দুস সাত্তারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন শেখ নওশাদ হাসান।