শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


চট্টগ্রাম বৈষম্যবিরোধী সেজে ঘরে ডুকে অপহরণ ও মুক্তিপণ আদায়, আটক ৪

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Mar-08 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 58
ছবি

চট্টগ্রাম নগরীতে রাতের বেলা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে বাসায় ঢুকে একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তার গাড়িচালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠে, চারজনকে আটক করেছে পুলিশ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য  পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফ। তাদের সকলেই বয়স ২২ থেকে ২৩ বছর বয়সী।

গ্রেফতারকৃতরা পুলিশের কাছেও নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বলে দাবি করেছেন। অপহরণকারী দলের অপর সদস্য অপি, আলাউদ্দিন, আরাফাত ও আসিফ পলাতক রয়েছেন।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত উল্লেখ করে জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্ণেল হাটের প্রভাতী স্কুলের বিপরীতে অবস্থিত বাসা থেকে চট্টগ্রাম নগরীর ইপিজেড ভিত্তিক প্যাসিফিক জিনসের সহকারী মহাব্যবস্থাপক আবেদীন আল মামুন এবং তার গাড়িচালক মোঃজুয়েলকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে অপহরণকারীরা আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না আসা পর্যন্ত অপহরণকারীরা ওই কর্মকর্তা ও তার গাড়িচালককে একটি মাইক্রোবাসে ঢুকিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত, পাহাড়তলী কর্নেল হাট ও আকবর শাহ এলাকায় ঘোরাতে থাকে। এর একপর্যায়ে আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তার ৫ লাখ টাকা মুক্তিপণ নগদে আদায় করেন।

এছাড়া বাকি ১৫ লাখ টাকার একটি চেকও লিখিয়ে নেয় অপহরণকারীরা।ইতিমধ্যে অপহরণের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম নগর পুলিশ পুরো শহরে তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে ফয়’স লেক চক্ষু হাসপাতালের সামনে আবেদীন আল মামুন ও তার গাড়িচালককে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়৷ওই রাতেই নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের মধ্যে নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফকে আটক করে। এর মধ্যে নইমুল আমিনের কাট্টলীর বাসা থেকে মুক্তিপণের পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে বলে জানিয়েছে সিএমপি পুলিশ।