শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

Shariful Islam

Updated 25-Mar-09 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 272

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সদস্যদের দ্বারা পরিচালিত একটি সেচ্ছাসেবী সংগঠন *LIFE(Helps For Humanity Foundation)* এর পক্ষ থেকে রামাদান ফুড প্যাক-২০২৫ বিতরণ করা হয়।কুদ্দুছ মিয়ার হাট মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের আশেপাশের ৭০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই ফুড প্যাক পৌঁছে দেয়া হয়।উক্ত সংগঠন এর পক্ষ থেকে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো: মাঈন উদ্দিন শরীফ বলেন- আলহামদুলিল্লাহ! আমরা আপনাদের দান যথাযোগ্য ব্যক্তির কাছে পৌছে দিতে চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি কোনরকম লৌকিকতার আশ্রয় না নিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে। এজন্য আমরা কোনরকম বন্টনের ছবি তুলিনি।সন্ধ্যার পর পৌঁছে দিয়েছি সে সমস্ত পরিবারের হাতে যারা এই মুহুর্তে সবচেয়ে বেশী হকদার। এখন পর্যন্ত আমরা #রামাদান_ফুড_প্যাক_২০২৫ মোট ৭০ টি পরিবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

আমাদের এবারের আইটেম ছিলো -

১) ছোলা-১ কেজি

২) মটর ডাল -১ কেজি

৩) আলু -২ কেজি

৪) পেয়াজ-১ কেজি

৫) লবন-১ কেজি

৬) তেল-১ লিটার

৭) চিনি-১ কেজি

৮) মুড়ি ১/২ কেজি

৯) স্টারশিপ দুধ পাউডার-২০০ গ্রাম

১০) বনফুল লাচ্ছা সেমাই-৩ প্যাকেট।

 

আবারও শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে যিনি আমার প্রিয় ভাই,বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এইরকম একটি মহৎ কাজে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন।ধন্যবাদ দিচ্ছি আমার সেই সকল বন্ধুদের যারা শারীরিক, মানসিক ভাবে আমাদেরকে সহায়তা করেছেন এইরকম একটি মহৎ কাজ করার জন্য।