শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


সীতাকুণ্ডে বাগীশিকের আয়োজনে গীতাস্কুলে গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত

Diponkor Mallik

Updated 25-Mar-09 /   |   Sadar Representative   Read : 212


গত ৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার সীতাকুণ্ডে দুইটি কেন্দ্রে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আয়োজনে ও বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন শীতলপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী, বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা শম্ভু দাশ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শিবু দাশ, কর্মকর্তা বিপ্লব পাল চৌধুরী, সবুজ পাল, দেবব্রত গোলদার, সৈকত দেবনাথ, সুমি দে , বাগীশিক রাউজান উপজেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক রাকেশ সরকার, বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের উপদেষ্টা বিষ্ণু চরণ দাশ, পংকজ মণ্ডল, সভাপতি প্রভাষ বণিক, সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, সহ সভাপতি ভগিরথ দে, অমর শীল, সাংগঠনিক সম্পাদক সাগর দাশ, পৃষ্ঠপোষক সুদীপ্ত দত্ত, দপ্তর সম্পাদক সবুজ চৌধুরী, শিমুল দেব,  টিটু দাশ, দীপু দাশ, রাজু কর্মকার, মিলন দাশ গুপ্ত, রবীন্দ্র দে, নেপাল দে, কৃষ্ণা সোম,  সুজন শীল প্রমূখ্য। উক্ত পরীক্ষা উপ নিয়ন্ত্রক ছিলেন প্রিন্স ভৌমিক, কেন্দ্র সচিব রবি চন্দ্র দাশ, দীপক সাহা এবং বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কক্ষ পর্যবেক্ষক ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন ভাটিয়ারী পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রতন দাশ , সাধারণ সম্পাদক ছোটন দাশ, জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ ভাটিয়ারী শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, বাগীশিক ভাটিয়ারী ইউনিয়ন সংসদের উপদেষ্টা প্রদীপ পাল, পৃষ্ঠপোষক সাধন দাশ, সভাপতি শ্যামল দাশ, শ্যামল রুদ্র, পুলক কর, সাধন দাশ, রাহুল শর্মা, অংকেশ্বর দাশ, রামপদ দাশ,  নিমাই দাশ, জনি দাশ, জুয়েল পাল, বিষ্ণু পাল, টিটু মিত্র, শংকর কর,  বাগীশিক সোনাইছড়ি ইউনিয়নের সংসদের কর্মকর্তা শান্তু পাল, বাগীশিক সৈয়দপুর ইউনিয়ন সংসদের সভাপতি ডাক্তার মানিক দাশ গুপ্ত, বাগীশিক বাঁশবাড়ীয়া ইউনিয়নের হৃদয় নাথ, বাগীশিক মুরাদপুর বারৈয়াঢালা ইউনিয়নের ঝুলন সিকদার,  বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিনিধি, প্রশিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

উক্ত পরীক্ষায় বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্রের প্রায় ৪৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিদর্শকগণ বাগীশিকের গীতা শিক্ষা কার্যক্রম ও গীতা প্রচারের ভূয়সী প্রশংসা করেন।