শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


দেশব্যাপী নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

Diponkor Mallik

Updated 25-Mar-10 /   |   Sadar Representative   Read : 105

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠ তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন “বান্দরবান সরকারি কলেজ ছাত্রদল”।  রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ করেন।

 

এই সময় বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে ধর্ষকের শাস্তি চেয়ে নানা রকম স্লোগান দেন, “উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস”, “উই ওয়ান্ট জাস্টিস, হ্যাংক দ্য র‌্যাপিস্ট”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই” এমন স্লোগান দিতে থাকেন। তারা আরো বলেন, আজ এই কর্মসূচি থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আমরা চাই না এই বাংলার মাটিতে আর কোন মা-বোন ধর্ষিত হোক, আর কোন মা-বোন নিপীড়িত হোক এবং  ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক । পাশাপাশি বক্তারা তুলে ধরেন, দেশব্যাপী ধর্ষণ ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দেশের নানা জায়গায় মা-বোনরা ধর্ষিত হচ্ছে। তাই আমাদের দাবি একটাই আর কোন মা-বোন যেন ধর্ষিত না হয় সেই ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে এবং দ্রুততার সাথে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে।


মানববন্ধনে নেতৃত্ব দেন বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য ও সভাপতি ক্যান্ডিডেট মোঃ ওমর ফারুক।