শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


চট্টগ্রাম পিতার বিরুদ্ধে অভিযোগ আপন মেয়ে কে ধর্ষন,

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Mar-10 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 77
ছবি
ছবি

চট্টগ্রামের কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর পূর্বপাড় এলাকায় এক মর্মস্পর্শী ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়েছে। নিজের ১০ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রদীপ কুমার বনিক (৫২) নামে এক ব্যক্তিকে।রবিবার (৯ মার্চ) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনা নিশ্চিত করে।প্রাথমিক তদন্তে জানা গেছে ভিকটিমের মা স্থানীয় একটি গার্মেন্টসে কোম্পানিতে চাকরি করেন,সেদিন মা কর্মস্থলে যাওয়ায় বাসায় মেয়ে  একা থাকা অবস্থায় প্রদীপ তার কন্যাকে জোরপূর্বক  ধর্ষণ করে।ভিকটিম পুলিশকে জানায়, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে বর্ষা একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার যৌনতা অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।ঘটনাটি প্রকাশের পর পুলিশ প্রদীপ কুমার বনিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভিকটিমক বর্ষা কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেওয়া হবে বলে জানান ওসি।গ্রেপ্তার আসামি প্রদীপ কুমার বনিক চকবাজার মতি টাওয়ার মার্কেটের (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ভিকটিমের জবানবন্দি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।