দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন “স্টুডেন্টস ওয়েলফেয়ার অরগানাইজেশান”, বান্দরবান নার্সিং কলেজ। রবিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে ধর্ষকের শাস্তি চেয়ে নানা রকম স্লোগান দেন। মানববন্ধনে বান্দরবান নার্সিং কলেজ’র শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস না বরং শাস্তি কার্যকরের দাবি জানান। এসময় শিক্ষার্থীরা “উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস”, “উই ওয়ান্ট জাস্টিস, হ্যাংক দ্য র্যাপিস্ট”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই”,“সারা বাংলা খবর দে, ধর্ষকদের কবর দে”,“ধর্ষক যেখানে, প্রতিবাদ সেখানে”,“চলো যায় যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে”, “তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া”, এমন স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে নারী শিক্ষার্থীরা বলেন, আমরা চাই বাংলাদেশে শিথিল পরিস্থিতি হোক, আমরা নারীরা নিরাপদে রাস্তায় বের হতে চাই, বর্তমানে দেশের যে অবস্থা, আমরা দিনের বেলায় ও অনিরাপদ। যেখানে ৪বছরের শিশু ধর্ষণ হচ্ছে, সেখানে আমরা নিরাপদে থাকার প্রশ্নই আসে না! পাশাপাশি তারা সরকারের কাছে দাবি জানান, আমরা নিরাপদে হাঁটতে চাই, নিরাপদে বাচঁতে চাই। বাংলাদেশ শুধু পুরুষের নয় বরং নারী পুরুষ উভয়ের সমান হোক এবং আমাদের কোন জায়গায় নারী বলে পিছিয়ে রাখা না হোক। প্রত্যেকটা এলিগেশন, এভিডেন্সের ভিত্তিতে ২৪ঘন্টার মধ্যে ধর্ষকের বিচার করতে হবে । আমরা নিরাপত্তা চাই। ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়।
মানববন্ধনে বান্দরবান নার্সিং কলেজের বিভিন্ন সেমিস্টারের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন বান্দরবান নাসিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশান এর সভাপতি আল মঈন মৃদুল, সহ-সভাপতি-ইরা, সাধারণ সম্পাদক- আল আমিন সহ আরো অনেকেই।