রবিবার   ডিসেম্বর ২২ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


কুয়েতে আবার করোনা পরিস্থিতির অবনতি ।

NiralaTv

Updated 21-Mar-13 /   |   Admin   Read : 473
Covit19


কুয়েত করোনার প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। গত 07-03-2021 রবিবার থেকে এক মাসের জন্য বিকেল পাঁচটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়েছে । এয়ারপোর্ট সহ সকল প্রকার বন্দর বন্ধ আছে আগে থেকেই । আজ এক ডিগ্রির মাধ্যমে জানানো হয় প্রবাসীদের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন গ্রহন করতে হবে । ঐ সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহন না করলে পরবর্তীতে তার রেসিডেন্সি (আকামা) রিনিও করা যাবে না। অর্থাৎ প্রত্যেক প্রবাসী কে নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহন করতেই হবে । https://cov19vaccine.moh.gov.kw/SPCMS/CVD_19_Vaccine_Registration.aspx
কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের এই লিংকের মাধ্যমে রেজিস্ট্রেসন করে নির্দিষ্ট তারিখে ভ্যাকসিন গ্রহন করতে হবে।
কুয়েত প্রবাসী সকল ভাই বোনদের অনুরোধ করা হচ্ছে, সরকার গৃহীত আইন মেনে চলা এবং যথা সময়ে ভ্যাকসিন গ্রহন করার।