শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন

Romjan Ali

Updated 25-Apr-10 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 16
ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন

 

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি 

 আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেনাবাহিনীর সদস্যদের চাকর-বাকর বলা ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোনভাবে শোভনীয় নয়।  শুধু সেনাবাহিনী বলে নয়, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সময়েও ন্যূনতম সৌজন্য বজায় রাখা উচিত। তার ক্যান্টনমেন্ট দখলের মত ভয়ানক দুঃসাহস ও সেনাবাহিনীকে নিয়ে এই কুরুচিপূর্ণ বক্তব্যেকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জাতির সামনে তাকে ক্ষমা চাওয়ার আহবান জানাই।

এ সময় উপস্থিত আর ছিলেন ,  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মো. আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার সভাপতি শামসুল হক শামু, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।

উল্ল্যেখ্য, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গত ২৪ মার্চ  সেনাবাহিনীর সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে চাকর-বাকর সম্বোধন করাসহ ক্যান্টনমেন্ট দখল করার একটি বক্তব্য রাখেন। ওই বক্তব্যে নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।