নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছে ৮/১০ জন। দুজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় পুলিশ দশজনকে আটক করে। ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাংগাপাড়ায়। সেনাবাহিনী টহল দল, অফিসার ইন চার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতরা হলো বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৫২) ও অসির দফাদারের ছেলে আজিজুল (৫০)। দুজনের অবস্থা আশংকাজনক। তারা হলেন আব্দুস সাত্তারের ছেলে রবিউল ইসলাম ও অসির দফাদারের ছেলে একরামুল হক। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ডাংগাপাড়া গ্রামের কছিমুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও মৃত বেলাল হোসেনের ছেলে কালামসহ দশজনকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামে জমিতে শিশু গাছ কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডাংগাপাড়া গ্রামের আফসার আলী ১০ বছর পূর্বে অমীমাংসিত জমিতে শিশু গাছ লাগায়। কিন্তু ঐ জমি ্একই গ্রামের লালচাঁন দাবী করে। গত ৯ এপ্রিল বুধবার রাতে আফসার আলীর ছেলে শরিফুল ইসলাম গাছটি কাটে। ১০ এপ্রিল সকালে লালচান গাছ কাটা দেখতে পেয়ে ক্ষপ্তি হয়ে যায়। সে সময় শরিফুল ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় লালচান ও তার পক্ষের কিছু লোক শরিফুল ইসলামকে বেধড়ক মারপিট শুরু করে। এ পর্যায়ে শরিফুল ইসলামকে বাঁচাতে তার আত্মীয় স্বজন ্এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং আজিজুল চিকৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনাস্থলে পরিস্থিত শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় পুলিশ ১০জনকে আটক করেছে।