সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


এক রত্নগর্ভা মাতার পুরস্কার গ্রহণ।

Admin user

Updated 23-Dec-09 /   |   Admin   Read : 71
মাতা

শাহ আলম জাহাঙ্গীর 

কুমিল্লা প্রতিনিধি  

 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মো কবির হোসেনের স্বর্ণগর্ভা মা মরিয়ম খানম (৯৫) লাভ করেন সফল জননী'নারী হিসেবে কুমিল্লা জেলার জয়িতা সম্মাননা। 

 

মরিয়ম খানমের ১০ সন্তান। ২ জন মারা গেছেন। স্বামী স্কুল শিক্ষক আলী আজগর কে হারিয়েছেন ১৯৯৩ সালের ৭ অক্টোবর। ৬ ছেলের মধ্যে ড.মো. কবির হোসেন  শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও প্রোভিসি,  ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদ থেকে সম্প্রতি অবসরে যান। ড. মো ইমাম হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বর্তমানে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। অপর ছেলেদের মধ্যে মো আনোয়ার হোসেন আমেরিকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মো.জাকির হোসেন বাদল কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মো. সাখাওয়াত হোসেন সেনাকল্যাণ সংস্থার হিসাবরক্ষক। দুই মেয়েও প্রতিষ্ঠিত। 

আজ শনিবার সকালে ৯৫ বছর বয়সে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম থেকে এসে  জেলাপ্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছ থেকে সম্মাননা স্মারক  গ্রহণ করেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি  একটি ইংরেজি কবিতা চমৎকার বাচনভঙ্গির মাধ্যমে আবৃত্তি করে সকলকে অবাক করে দেন।    শত বছর ছুুঁই ছুঁই করা সফল জননী মরিয়ম খানমকে জয়িতা পুরস্কার প্রদান করায় তাঁর পরিবার  জেলা প্রশাসন ও বরুড়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।