সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াব আল আহম্মেদ আল জাবের আল সুবা ইন্তেকাল করেছে।

Admin user

Updated 23-Dec-16 /   |   Admin   Read : 130
শেখ নওয়াব

কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের  আল-সাবাহ আজ ১৬ ডিসেম্বর শনিবার ইন্তেকাল করেছে "ইন্না লিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজিউন" (জন্ম 25 জুন 1937 মৃত্যু 16 ডিসেম্বর 2023) 
তিনি তার সৎ ভাই সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন।
নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ 2018 সালে আমির নির্বাচিত হোন।
পূর্বসূরি সাবাহ আল-আহমদ আল-জাবের, উত্তরসূরি মিশাল আল-আহমাদ আল-জাবের।

 শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের  আল-সাবাহ কে 7 ফেব্রুয়ারি 2006-এ যুবরাজ হিসেবে মনোনীত করা হয়েছিল।
দির্ঘজীবনে অসংখ্য সরকারি দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে কুয়েতি নাগরিক সহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে  শোক নেমে এসেছে।