সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে

NiralaTv

Updated 23-Dec-18 /   |   Admin   Read : 80
বৃদ্ধর হত্যা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি//-

গত ১৭/১২/২০২৩ইং তারিখ রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আনসার আলী (৯০), পিতা- মালু শেখ, গ্রাম- স্বরুপপুর, ডাকঘর- এলেঙ্গা, থানা- কালিহাতী, জেলা -টাঙ্গাইল। তাহার নিজ ঘরে মাথা থেতলানো রক্তাক্ত অবস্থায় নিজ ঘরে পরিবারের লোকজন দেখতে পায়। পরবর্ত ীতে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে লাশটির  ময়নাতদন্ত শেষে আজ ১৮/১২/২০২৩ইং সোমবার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করার পর লাশটির  দাফন সম্পন্ন করা হয়। ঘটনার  পর হইতে ভিকটিমের ছেলের ঘরের নাতি মোহাম্মদ মফিজুল পলাতক রয়েছে।  বিস্তারিত কালিহাতী থানা পুলিশ উদঘাটন করবে বলে জানা যায়। 

     নিজস্ব প্রতিবেদক-