জেলা প্রতিনিধি, টাঙ্গাইল।
বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতীক পেয়ে আজ প্রথম নির্বাচনী সভায় প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি দিলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেছেন যে, ভোট চুরি করবেন না।
নির্বাচনের ভোট চুরি করলে চাকরি থাকবে না। চুরি করলে কারাগারে যেতে হবে। অন্তত ছয় মাসের জেল খাটতে হবে।