মঙ্গলবার   ডিসেম্বর ২৪ ২০২৪   ১০  পৌষ  ১৪৩১


নড়াইলে বালুবাহী ট্রলির ধাক্কায় শিশু নিহত।

NiralaTv

Updated 23-Dec-19 /   |   Admin   Read : 56
শিশু নিহত।

নড়াইলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু। ঘাতক ট্রলিটি পুলিশ হেফাজতে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//


নড়াইলে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু। নড়াইল সদর উপজেলায় বালুবাহী ট্রলি চাপায় নাইম সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সড়ে ১২ টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়ন এর সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নাইম সরদার সদর উপজেলার হবখালি ইউনিয়নের শুব্দিডাঙ্গা গ্রামের নাজমুল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল যোগে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল নাইম সরদার প্রতিমধ্যে হবখালি ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে ট্রলিটির চালক ট্রলি ফেলে পালিয়ে গেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম,
প্রতিবেদক উজ্জ্বল রায়কে
 বলেন, ঘাতক ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।