সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টাঙ্গাইলের সব আসনে, প্রার্থীগণ যে যে প্রতীক পেলেন….

NiralaTv

Updated 23-Dec-19 /   |   Admin   Read : 52
টাঙ্গাইল জেলার নির্বাচনের প্রতীক

নিজস্ব প্রতিবেদক//

 ১২-তম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় ০৮টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সকাল ১০ টা থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়। পরে সাড়ে ১১ টার মধ্যে আটটি আসনের সকল প্রার্থীদের মাঝে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক ঘোষনা করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম প্রতীক বরাদ্দের বিষয়টি ঘোষনা করেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উক্ত প্রতিক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলার আটটি আসনে ৫৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। যারা প্রতীক পেলেন-

টাঙ্গাইল-১ আসন: (মধুপুর-ধনবাড়ী) এ আসনে মোট প্রার্থী চার জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে খন্দকার আনোয়ারুল হক (ট্রাক প্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহাম্মেদ (গামছা প্রতীক) এবং জাতীয় পার্টির মোহাম্মদ আলী (লাঙ্গল প্রতীক)।

টাঙ্গাইল-২আসন: (গোপালপুর-ভূঞাপুর) এ আসনে মোট প্রার্থী ছয় জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ছোট মনির (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মো: ইউনুছ ইসলাম তালুকদার (ঈগল প্রতীক), গনফন্টের গোলাম সরোয়ার (মাছ প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল করিম (ডাব প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির মো: সাইফুল ইসলাম (আম প্রতীক) এবং জাতীয় পার্টির মো: হুমায়ুন কবীর তালুকদার (লাঙ্গল প্রতীক)।

টাঙ্গাইল-৩আসন: (ঘাটাইল) এ আসনে মোট প্রার্থী ছয় জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো: কামরুল হাসান খান (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা (ঈগল প্রতীক), জাতীয় পার্টির মো: আব্দুল হালিম (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো: জাকির হোসেন (নোঙ্গর প্রতীক), বাংলাদেশ সাম্যবাদী দলের (এম এল) মো: সাখাওয়াত খান সৈকত (চাকা প্রতীক) এবং ন্যাশনাল পিপলস পার্টির মো: হাসান আল মামুন সোহাগ (আম প্রতীক)।

টাঙ্গাইল-৪আসন: (কালিহাতী) এ আসনে মোট প্রার্থী আট জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো: মোজাহারুল ইসলাম তালুকদার (নৌকা প্রতীক), স্বতন্ত্র আব্দুল লতিফ সিদ্দিকী (ট্রাক প্রতীক), স্বতন্ত্র সারওয়াত সিরাজ (ঈগল), জাকের পার্টির মোন্তাজ আলী (গোলাপ ফুল প্রতীক), জাতীয় পার্টির মো: লিয়াকত আলী (লাঙ্গল প্রতীক), তৃণমূল বিএনপি মো: শহিদুল ইসলাম (সোনালী আঁশ প্রতীক), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো: শুকুর মামুদ (একতারা প্রতীক) এছাড়াও জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী (বাই সাইকেল প্রতীক)।

টাঙ্গাইল-৫আসন: (টাঙ্গাইল সদর) এ আসনে মোট প্রার্থী নয় জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এডভোকেট মো: মামুন-অর-রশিদ (নৌকা প্রতীক), স্বতন্ত্র ছানোয়ার হোসেন (ঈগল প্রতীক), স্বতন্ত্র মুরাদ সিদ্দিকী (মাথাল প্রতীক), স্বতন্ত্র খন্দকার আহসান হাবিব (কেটলি প্রতীক), স্বতন্ত্র মো: জামিলুর রহমান (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মো: মোজাম্মেল হক (লাঙ্গল প্রতীক), তূণমূল বিএনপির মো: শরিফুজ্জামান খান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মো: তৌহিদুর রহমান চাকলাদার (নোঙ্গর প্রতীক) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো: হাসরত খান ভাসানী (একতারা প্রতীক)।

টাঙ্গাইল-৬আসন: (নাগরপুর-দেলদুয়ার) এ আসনে মোট প্রার্থী সাত জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু (নৌকা প্রতীক), স্বতন্ত্র তারেক শামস্ খান (ঈগল প্রতীক), স্বতন্ত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম ( ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মো: আবুল কাশেম (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল করিম (একতারা প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের খন্দকার ওয়াহিদ মুরাদ (নোঙ্গর প্রতীক) এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন মোহাম্মদ আনোয়ার হোসেন (ফুলের মালা প্রতীক)।

টাঙ্গাইল-৭আসন: (মির্জাপুর) এ আসনে মোট প্রার্থী আট জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ (নৌকা প্রতীক), স্বতন্ত্র মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক প্রতীক), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গোলাম নওজব চৌধুরী (হাতুড়ী প্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগের মো: আরমান হোসেন তালুকদার (গামছা প্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো: মঞ্জুর রহমান মজনু (মশাল প্রতীক), জাকের পার্টির মো: মোক্তার হোসেন (গোলাপ ফুল প্রতীক), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব প্রতীক) এবং জাতীয় পার্টির মো: জহিরুল ইসলাম জহির (লাঙ্গল প্রতীক)।

টাঙ্গাইল-৮আসন: (বাসাইল-সখীপুর) এ আসনে মোট প্রার্থী ছয় জন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অনুপম শাহজাহান জয় (নৌকা প্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (গামছা প্রতীক), তূণমূল বিএনপির পারুল (সোনলী আঁশ প্রতীক), বিকল্পধারা বাংলাদেশের মো: আবুল হাশেম ( কুলা প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের মো: মোস্তফা কামাল (ডাব প্রতীক) এছাড়াও জাতীয় পার্টির মো: রেজাউল করিম (লাঙ্গল প্রতীক)।

প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রার্থীদের তাদের নিজ নিজ এলাকায় প্রচারনায় নামতে দেখা যায়। উক্ত প্রতীক বরাদ্দের সময় প্রার্থীগন তাদের কর্মী  সমর্থক নিয়ে রাস্তায় রাস্তায় গণ সংযোগও করতে দেখা যায়। এ সময় তাদের সমর্থকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।