শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করলো রাজশাহী কলেজ ছাত্রশিবির

Mahmud

Updated 25-Apr-09 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 18

ফিলিস্তিনে হামলা বন্ধ, স্বাধীন রাষ্ট্র ঘোষণা, ইজরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার এবং বিশ্বনেতাদের এক হয়ে যুদ্ধ বন্ধের দাবিতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচী পালন করেছে রাজশাহী কলেজ ছাত্রশিবির শাখার নেতাকর্মীরা। দুপুর পোনে ১২টায় রাজশাহী কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন এবং তা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা।

এসময় অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, ইজরাইল পন্য বয়কট করার কর্মসূচী তারা চালিয়ে যাচ্ছেন তবে এই ইস্যুতে বিক্ষুব্ধ জনতার যে দোকান পাট ভাংচুরের ঘটনা তার নিন্দা জানিয়ে তারা বলেন, ইসলাম কোন ভাবেই ধ্বংসাত্বক কর্মসূচী সমর্থন করেনা। তাই সকলের প্রতি তারা ভংচুর বন্ধের আহবান জানিয়েছেন। কর্মসূচীতে শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইজরাইল সেনাদের বিচার দাবি করা হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, শিবিরের রাজশাহী কলেজ সাধারণ মো: মোসারফ হোসেন, রাজশাহী কলেজ সাহিত্য প্রকাশক সম্পাদক হাফেজ আসমাউল হক প্রমুখ।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহকারী অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম।

পতাকা উত্তোলন শেষে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান বলেন, ‘ফিলিস্তিনে ইজরায়েলি সেনাবাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবির নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। আজকের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এ মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সবাই যেন একতাবদ্ধ হয়।’

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহকারী অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম বলেন, ‘ইসরায়েল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে। অথচ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা চাই অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমেই আমরা তাদের বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টি করতে পারি। বিশ্বব্যাপী এমন উদ্যোগ নিলে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন কেবল সময়ের ব্যাপার হবে।’