সুনামগঞ্জ জেলার উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ, বাজার জামে মসজিদে দান বাক্সে ৪ মাস পরে মিল ২৮ বস্ত টাকা যুগ যুগ ধরে দেখ শুনে আসিতেছি এই মসজিদের কাজ এখনও শেষ হয়নি এক দিকে ভাংগা ধরে আরেক দিকে কাজ করাতে হয়, এভাবে চলছে এই মসজিদের নির্মাণ কাজ এই মসজিদটি সুনামগঞ্জ জেলার অন্যতম একটি মসজিদ।
নিরালা টিভি ছাদমিয়া সিলেট সদর রিপোর্টার