সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


বিএনপির অসহযোগ আন্দোলনের ঘোষনা ।

Admin user

Updated 23-Dec-20 /   |   Admin   Read : 115
বিএনপি

সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, কুয়েত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান  আজ এক ভিডিও বার্তায় আগামী ৭ জানুয়ারী নির্বাচনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষনা করে। 
তারেক রহমান তার বক্তব্যে নির্বাচন কে "ডামি নির্বাচন" উল্লেখ করে বলেন দেশের অধিকাংশ মানুষ এ পাতানো নির্বাচন ঘৃনাভরে প্রত্যাখান করেছে। নিজেদের দলীয় লোকদের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী করে পাতানো নির্বাচনের বিষয়ে ইতিমধ্যে দেশবাসী এবং গনতন্ত্রে বিশ্বাসী বিদেশীরা বুঝে গেছে।
দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন অসহযোগ আন্দোলন সফল করতে সকল প্রকার ট্যাক্স, ভ্যাট, গ্যাস, বিদ্যুত, পানির বিল না দেওয়ার অনুরোধ করেন। 
যে কোন প্রকার মামলায় হাজিরা বা জামিন আবেদন না করার জন্য অনুরোধ করেন।
বক্তব্যে বিএনপি সহ ঐক্যবদ্ধ সকল বিরোধী দল এবং জনসাধারণদের আন্দোলনে জাপিয়ে পরার আহব্বান করা হয়।