-নিজস্ব প্রতিবেদক//
টাঙ্গাইলে যমুনা সেতুতে আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘন কুয়াশা ও দুর্ঘটনা রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরদিকে দুর্ঘটনা রোধে টোল বুথ থেকে জনসচেতনার জন্য সতর্কীকরণ গণ-বিজ্ঞপ্তির লিফলেট বিতরণ ও মাইকিং করছেন সেতু কর্তৃপক্ষ।
গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যমুনা সেতু দিয়ে চলাচলকারী সব যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘন কুয়াশায় সেতু এলাকায় যে কোনো দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমার চল্লিশ মিটার কম প্রদর্শন করার সঙ্গে সঙ্গে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঘন কুয়াশার সময় যমুনা সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। চালকদের ওভারটেক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে সব যানবাহনের মালিক-চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সেতু কর্তৃপক্ষ।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঘন কুয়াশার কারণে যমুনা সেতুর উভয় এলাকা এবং সেতুর ওপর যাতে কোনো ধরণের দুর্ঘটনা না ঘটে সে জন্য আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।
এছাড়া চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য টোল বুথ থেকে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া দৃষ্টিসীমা চল্লিশ মিটারের নিচে নেমে আসলে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এতে দুর্ঘটনা হ্রাস ও যাত্রীসহ সকল ধরণের জানমালের নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।