উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে এসপি মেহেদী হাসান'র মতবিনিময়। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান সম্প্রদায়ের পালক বৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপার বলেন, "কোন ধর্মেই সহিংসতার কথা বলা নেই। খারাপ কাজ থেকে বিরত থাকার কথা প্রত্যেক ধর্মেই বলা আছে। মানুষ মানুষের জন্য। যেকোন বিপদে আপদে একজন অন্যজনকে সহায়তা করবে এধরনের মানসিকতা থাকতে হবে।" পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনা নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে। আসন্ন শুভ বড়দিন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । আগত খ্রিস্টান সম্প্রদায়ের মধ্য থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক সমস্যা শুনে পুলিশ সুপার মহোদয় তা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক চার্জের প্রধান ফাদার বাবলু বিশ্বাস, নড়াইল খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি স্টিফেন পরিমল বিশ্বাস, নড়াইল খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের আপামর জনসাধারণ এ মতবিনিময় সভায় যোগদান করেন।
নড়াইল জেলা পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, ডিআইও-১, ডিএসবি, নড়াইল উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।