সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Admin user

Updated 23-Dec-23 /   |   Admin   Read : 56
ট্রেনের সাথে মোটরসাইকেল দূর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক//

টাঙ্গাইলে কালিহাতীর যমুনা সেতু রোডে হাতিয়া রেল ক্রসিং এ দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও একজন।

আহত ব্যক্তি বড় বাসালিয়া গ্রামের সাদেক আলীর ছেলে মোহাম্মদ মোস্তফা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের একজন হলেন এলেঙ্গা পৌরসভার হিজুলি গ্রামের ও অপরজন ধনবাড়ী থানার নাম, ঠিকানা বিস্তারিত জানা যায়নি।