সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


পাবনার ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল বাসের নিচে, পুড়ে গেছে বাস-মোটরসাইকেল

NiralaTv

Updated 23-Dec-25 /   |   Admin   Read : 63
দুর্ঘটনা পাবনা

কামাল সিদ্দিকী : পাবনার ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে মোটর সাইকেল চাপা পড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাস ও মোটরসাইকেলটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৫) ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় সুপার সনি নামের একটি বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ন পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো।পথিমধ্যে ভাদুর বটতলা তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ                              হারিয়ে বাসের নিচে  ঢুকে যায়। 

পরে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা বাসে আগুন লাগে।দুর্ঘটনার পরপরই বাসের চালকহেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কেউ হতাহত হয়নি।এদিকে, ঘটনার পরই পালিয়ে যায় মোটরসাইকেল চালক।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন,বাসে  অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

এখন পর্যন্ত কোন হতাহত হয়নি। কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,বাঘা থেকে বাসটি আসছিল, আর মোটরসাইকেলটি          সামনে  থেকে ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। কেউ হতাহত হয়নি।