শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত'র অভিষেক

NiralaTv

Updated 24-Feb-03 /   |   Admin   Read : 189
অভিষেক

 

বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত শাখার ২০২৪-২৫ ইং সালের কার্যকরী কমিটির অভিষেক ও বনভোজন বর্ণাঢ্য আয়োজনে  অনুষ্ঠিত হলো বৃহস্পতি ও শুক্রবার । কুয়েত সিটি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ছেবদী অঞ্চলে একটি রিসোর্টে দুইদিন ব্যাপী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ নাছির উদ্দিন হাওলাদারে'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শাহীন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত'র প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফরিদ উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি'র সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দর আলী, বিএনপি'র সাবেক সদস্য সচিব শওকত আলী, কুয়েত বিএনপি'র সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ নজরুল, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত'র সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, কুয়েত বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, বিশিষ্ট বসায়ী বেলাল হোসেন, জাফর আহমেদ, মোহাম্মদ মানিক মোল্লা, মন্জুর রহমান মন্জু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 
বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ'র সিনিয়র নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ প্রবাসী পরিবার উপস্থিত হয়ে অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলে। 
বাচ্চাদের মধ্যে খেলাধূলা ও বিনোদনের জন্য স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সভাপতি  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।