সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুয়েতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো প্রবাসী ফুটবল ফেডারেশন কাপ লীগ।

Admin user

Updated 24-Feb-09 /   |   Admin   Read : 201
কুয়েত ফুটবল

বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত কর্তৃক পরিচালিত  বাংলাদেশ  কমিউনিটি, কুয়েতের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফেডারেশন গোল্ডকাপ লীগ ২০২৪ আজ ৯ইং ফেব্রুয়ারি শুক্রবার সুররা মাঠে  উদ্ভোধন হলো।
প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতে'র সভাপতি জায়েদুর রহমান জায়েদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ও লিয়াকত খানের সঞ্চালনায় 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত'র প্রধান উপদেষ্টা, কুয়েত বিএনপি'র সভাপতি     জনাব মাহফুজুর রহমান মাহফুজ,  প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ কমিউনিটি কুয়েত'র আহব্বায়ক ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সাধারণ সম্পাদক জনাব মুরাদুল হক চৌধুরী মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত'র সভাপতি আলহাজ নাছির উদ্দিন হাওলাদার, কমিউনিটি নেতা বেলাল হোসেন, শামছুল হক, সাঈদ নৃর, আনিসুল হক উল্কা, সৈয়দ আরিফুল ইসলাম রাসেল সহ
রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন ফুটবল ক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদক, বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দ সহ ফেডারেশনের সকল কর্মকর্তা, ১৬টি ক্লাবের খেলোয়ার ও প্রবাসী ভাইয়েরা। 
এই ভাষার মাসে ১৬টি দলকে ৪ জন ভাষা শহীদের স্মরণে
রফিক, বরকত, সালাম, জব্বার গ্রুপে ভাগ করে সুররা মিনি ষ্টেডিয়ামে প্রায় ৫ মাস ব্যপি টুর্নামেন্ট পরিচালনা করবে প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত। 
বক্তারা প্রবাসে চাকরি ও ব্যাবসা ঠিক রেখে খেলাধুলা করার প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে প্রতিষ্ঠিত ব্যাক্তিদের খেলাধুলার  প্রতি বিশেষ ভাবে নজর দেওয়ার আহ্বান করে।
দেশ বিদেশের সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়।