আজ ২৬ মার্চ মঙ্গলবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করে। কুয়েত বিএনপি'র সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ এর সভাপতিত্বে
সিনিয়র নেতা শাহাজাহান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান শামছ, আলহাজ ইকবাল হোসেন, ইলিয়াস চৌধুরী, নাছির উদ্দিন হাওলাদার, জায়েদুর রহমান জায়েদ সহ বিএনপির কুয়েত শাখার সিনিয়র নেতৃবৃন্দ।
যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের কেন্দ্রীয় ও প্রদেশ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা আব্দুল্লা'র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র জীবনি নিয়ে বক্তব্য রাখেন।
সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ তার সমাপনী বক্তব্যে কুয়েতে বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক ইউনিটের কমিটি গঠন ও অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মরহুম আরাফাত রহমান কোকো সহ অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া করে, ইফতার ছেরে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।