সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


খালেদা জিয়ার জন্য কুয়েত বিএনপির দোয়া মাহফিল।

Admin user

Updated 24-Jun-28 /   |   Admin   Read : 154
খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী,  বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করে কুয়েত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন। কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ  এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার বাদ মাগরিফ। 
শুরুতেই হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে চারজন হাফেজ পবিত্র কোরআন খতম করে। পরে যুবদল নেতা সৈয়দ আরিফুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান।
কুয়েতের স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হাজী ইকবাল হোসেন, নাছির উদ্দিন হাওলাদার, শাহজাহান সবুজ, ইস্রাফিল ভূইয়া, শামসুউদ্দিন শামছু, লোকমান জাহিদ,নূর উদ্দিন, ইমরান হোসেন, গোলাম কিবরিয়া, আমিনুল ইসলাম মিন্টু, বাবুল মিয়া, ইমরাজ বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র নেতা আনিসুল হক উল্কা, মহসিন আল মানিক, রেজওয়ান আহম্মেদ সহ অসংখ্য বিএনপি, যুবদল, শ্রমিক দল নেতৃবৃন্দ। 
বক্তারা সবাই খালেদা জিয়ার সুচিকিৎসা না দেওয়ার জন্য সরকারের কঠোর সমালোচনা করে। অনতিবিলম্বে দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসার দাবি করে এবং তার সুস্থতার জন্য দোয়া করে।