সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটিতে চলাচলের অনুপযোগী হয়ে যায়

Md.Aynul Islam

Updated 24-Oct-07 /   |   স্টাফ রিপোর্টার   Read : 99

রংপুর জেলার, বদরগন্জ থানার ১০নং মধুপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আউলিয়াগঞ্জ মুন্সিপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন থেকে সামান্য বৃষ্টি হলে কাঁদা হয় চলাচল করা অসম্ভব হয়ে যায়।

এলাকা বাসির সুত্রে জানা যায় এই রাস্তা নিয়ে কোনো জনপ্রতিনিধি কোনোদিন এই রাস্তা ভালো করার উদ্যোগ গ্রহণ করেনি।

আউলিয়া গন্জ মুন্সিপাড়ার বাসিন্দা জনাব মোঃআলিরাজ বলেন (বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বদরগন্জ পৌরসভার  সাবেক সদস্য সচিব) বিগত সরকারের সময়কার জনপ্রতিনিধিরা নিজেদের আখের গোছাতে ব্যাস্ত ছিলো, তাই তারা জনগনের সেবা করার সুযোগ পায়নি।

জনাব মোঃ আলিরাজ নিজউদ্যোগে রাস্তাটি টেম্পোরারি কাজ করেন,যাতে করে কিছুটা হলে ও যেনো জনোদুর্ভোগ কমে।
সাবেক এ সদস্য সচিব জানান অনতিবিলম্বে রাস্তাটা সংস্কার করলে জনোদুর্ভোগ কমবে তাই তিনি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।