সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে তজুমদ্দিনে মৌন মিছিল ও স্মরণসভা

খন্দকার নিরব

Updated 24-Oct-08 /   |   তজুমুদ্দিন (ভোলা) উপজেলা প্রতিনিধি   Read : 62
মৌন মিছিল ও স্মরণসভা

ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিনে মৌন মিছিল ও স্মরণসভা করেছে তজুমদ্দিন সরকারি কলেজ কলেজ ছাত্রদল।

সোমবার (০৭ অক্টোবর) দুপুর ২টায় কলেজ ক্যাম্পাসে এসব আয়োজন করে সংগঠনটি। পরে কলেজে শহীদ মিনারে আবরার ফাহাদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ সহ সংগঠনটির প্রায় ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আবরার ফাহাদ ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। 

এসময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।  এসময় আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মোঃ মিজান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।