চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ও রেডিওলজি বিভাগ থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আটকরা হলেন বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার বাসিন্দা ইমন সরকার (২৫), বাঁশখালী উপজেলার বাসিন্দা মিজানুর রহমান (২৯) ও আনোয়ারা উপজেলার বাসিন্দা মো. মহিউদ্দিন (৩০)।
জানা গেছে, গতকাল দুপুরে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ড ও ১৫ নম্বর রেডিওলজি বিভাগ থেকে এই তিন দালালকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটক দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য এর আগে গত রোববার চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে দুজন এবং শনিবার প্রশাসনিক ভবনের সামনে থেকে তিন দালালকে আটক করে পুলিশ। তারা রোগীর চিকিৎসা নামে কৌশলে টাকা হাতিয়ে নেন, জনগনের অভিযোগ এর ভিত্তিতে তাদের আটক করে পুলিশে ।