সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টাঙ্গাইলে জামায়াতের দ্বি-বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

Admin user

Updated 24-Oct-10 /   |   Admin   Read : 76

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার দ্বি-বার্ষিক রুকন সম্মেলন জেলা শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি দুই বছর পর উপজেলা ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রুকনদের সরাসরি ভোটের মাধ্যমে দুই বছরের জন্য জেলা আমীর নির্বাচিত হন। এখানে কোনো প্রকার প্রকাশ্য বা গোপন প্রচারণার সুযোগ নেই। গঠনতন্ত্রে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে রুকনরা যাকে যোগ্য মনে করেন, তাকেই আমীর হিসেবে নির্বাচিত করেন।

টাঙ্গাইল জেলায় ২০২৫-২৬ সেশনের জন্য রুকনরা তাদের ভোট প্রদান করেছেন। এ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক আব্দুল হামিদ, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, লন্ডন প্রবাসী ড. মোজাম্মেল হোসাইন, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, মাওলানা বুরহানুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।