বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল আজ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় বদরগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট গোলাম রসুল বকুল পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত সবার সামনে বক্তব্য প্রদান করেন এবং কুশল বিনিময় করেন।
তিনি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।"