দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জমিতে কাজ করতে গিয়ে পদুমহার গ্রামের রাজা মিয়া (৫০) এবং তার বিয়াই, ঘোড়াঘাট থানার চৌরিগাছা গ্রামের সাজাহান মিয়া (৪৫) বজ্রপাতের শিকার হন।
পদুমহার গ্রামের বাসিন্দা নাহিদ হাসান জানান, বিকেলে তারা দুইজন জমিতে কাজ করতে বের হন। এরপর হঠাৎ ঝড়-বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে রাত ১০টার দিকে তাদের জমিতে পড়ে থাকতে দেখে। এরপর এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।