সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


তজুমদ্দিনে সাবেক মাউশি মহাপরিচালকের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

খন্দকার নিরব

Updated 24-Oct-11 /   |   তজুমুদ্দিন (ভোলা) উপজেলা প্রতিনিধি   Read : 18

তজুমদ্দিনে সাবেক মাউশি মহাপরিচালকের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত।

 

খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর সহধর্মিণী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন তজুমদ্দিন উপজেলা বিএনপি। এসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্যেও দোয়া করা হয়। 

 

শুক্রবার জুম্মার নামাজের পর তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোস্তাক আহমেদ। 

 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, সদস্য আনোয়ার হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি'র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, উত্তরের সভাপতি রবিউল ইসলাম, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ ফিরোজ শিকদার, জাতীয়তাবাদী ওলামা দলের ভোলা জেলা যুগ্ন আহবায়ক মাওঃ শামসুদ্দিন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।