রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান মনির বদরগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত সবার সামনে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সজাগ থাকার পরামর্শ দেন। তিনি বলেন, কেউ যেন আমাদের সমাজের সাম্প্রদায়িকতা নষ্ট করতে না পারে, সেই লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।