সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


মেহেরপুরে বজ্রপাতে ২জন নিহত

SK Samiul Islam

Updated 24-Oct-11 /   |   মেহেরপুর সদর (মেহেরপুর) উপজেলা প্রতিনিধি   Read : 86

মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে আকস্মিক বজ্রপাতের ফলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজমিস্ত্রী রাফিজ হোসেন (১৫) এবং সোনাপুর গ্রামের আব্দুর রশিদ। আহত হয়েছেন সোনাপুর গ্রামের আব্দুল মান্নান, যিনি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগে মেহেরপুরের কিছু গ্রামে আকস্মিক বৃষ্টি শুরু হয়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। রাফিজ তার কবুতর খোঁজার জন্য মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। সন্ধ্যার পর স্থানীয়রা তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুর রশিদ ও আব্দুল মান্নান। বৃষ্টির সময় বজ্রপাতের আঘাতে আব্দুর রশিদের মৃত্যু হয় এবং আব্দুল মান্নান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানার ওসি মো. আমানুল্লাহ আল বারী বজ্রপাতে পৃথক দুটি স্থানে দুজন নিহত এবং একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।