বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দূর্গোৎসবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে শনিবার (১১ অক্টোবর) রাতে তজুমদ্দিন উপজেলার ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সহ নানা বিষয়ে খোঁজ খবর নেন তজুমদ্দিন উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, উত্তরের সভাপতি রবিউল ইসলাম, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ ফিরোজ শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
উপজেলা বিএনপি'র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু তাঁর বক্তব্যে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল পূজা মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপির নেতৃবৃন্দরা। যাতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে বিএনপি সর্বদায় সজাগ রয়েছে। তারই ধারাবাহিকতায়, (লালমোহন-তজুমদ্দিনের) সাবেক ৬ বারের এমপি, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়ের সহধর্মিণীর অসুস্থতা জনিত কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমাদেরকে সার্বিক খোঁজখবর নিতে আপনাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং কোথাও কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করবেন। বিএনপি সব সময় সনাতন ধর্মালম্বীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।