সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুড়িগ্রামে মহানবী (সা.) কটুক্তিকারী যুবক গ্রেফতার

জাহিদুল ইসলাম

Updated 24-Oct-14 /   |   উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 24
সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় জুবায়ের (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩) অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।

অআটককৃত যুবক উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামের জিল্লুর রহমানের পুত্র। সে বীরগঞ্জ কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

জানা যায়, অবুজ বালক জুবায়ের নামক ফেসবুক আইডি থেকে রবিবার দুপুরে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করা হয়। মূহুর্তেই সেটা ভাইরাল হয়ে গেলে,  ধর্মপ্রাণ মুসলমানগণ বাদ আসর জুবায়ের এর বাড়িতে যায়। কিন্তু তাকে না পাওয়ায় উপস্থিত জনতা বিক্ষোভ করলে, ভূরুঙ্গামারী থানা পুলিশ ও বিজিবির সহযোগীতায় পরিস্থিতি শান্ত করা হয়।

পরবর্তীতে পুলিশ জুবায়েরকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসলে, উপস্থিত ছাত্র-জনতা তার ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

ফেসবুক পোস্টের বিষয়ে জোবায়ের বলেন, যে একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেটা তার না। জুবায়েরকে আটকের পরেও ফেসবুক আইডিটি সক্রিয় রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, ধর্ম নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে অভিযোগ সঠিক তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির কামনা করছি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন, আসামীকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।