সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁয় প্রতিমা বিসর্জনের দিন নৌকা থেকে পড়ে ৬২ বছরের ব্যক্তি নিখোঁজ

মোঃ আরাফাত আলী

Updated 24-Oct-14 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 94
সংগৃহীত

নওগাঁয় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের দিন নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম চিত্তরঞ্জন চক্রবর্ত্তী, যিনি পার নওগাঁ এলাকার একটি স্কুলের পিছনে ভাড়া বাসায় থাকতেন এবং চাল ব্যবসায়ী বেলাল হোসেনের গদি ঘরে চাকরি করতেন। রবিবার, ১৩ অক্টোবর সন্ধ্যার দিকে তিনি নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যান। তার ছেলে গৌড় চক্রবর্ত্তীও বাবাকে খুঁজতে নদীতে ঝাঁপ দিলেও তাকে উদ্ধার করতে পারেননি।

ডুবুরি দল এবং ফায়ার ডিফেন্সের সদস্যরা রাত ১০টা পর্যন্ত অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। বর্তমানে রাজশাহী থেকে একটি ডুবুরি দল আসছে, যারা তাকে খোঁজার কাজ করবে। চিত্তরঞ্জনের আত্মীয় মানিক কুমার সাহা জানান, তিনি চিত্তরঞ্জনের পরিবারের জন্য উদ্বিগ্ন এবং আশাবাদী যে তাকে খুঁজে পাওয়া যাবে।