সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রাম খাগড়াছড়ি দীঘিনালা যুবকের গুলি বৃদ্ধ লাশ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-15 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 59
গুলি বৃদ্ধ লাশ
গুলি বৃদ্ধ লাশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্বার করেছে দীঘিনালা থানা পুলিশ।

জানা যায়, মধ্যরাতে এই যুবককে গুলি করে হত্যা করা হয়। নিহত যুবক উপজেলা পোমাং পাড়া এলাকার মৃত বদন কৃষ্ণ ত্রিপুরার ছেলে স্বর্ণ কুমার ত্রিপুরা(৪৫)। তিনি পেশায় একজন বাবুর্চি।

নিহতের ছেলে হিরাময় ত্রিপুরা(১৭) জানান, রাতে বাবা বাসায় ফিরেন নাই। সকালে আমাদের এলাকার কালভার্টের পাশে বাবার লাশ পরে আছে। পরে পুলিশ এসে বাবার লাশ নিয়ে যান ময়নাতদন্তের জন্য। তবে তার পিঠের বাম দিকে ৫ টি গুলি চিহ্ন রয়েছে।

এদিকে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্বার করে নিয়ে আসেন। গুলিবিদ্ধ লাশ উদ্বার সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ উদ্বার করে নিয়ে আসা হয়েছে। তার শরীরে ৫ টি গুলির চিহ্ন রয়েছে। নিহতের বিষয়ে আইনীগত প্রক্রিয়া চলমান রয়েছে,