সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


সারাদেশে ৬৫ কলেজে পাস করেনি কেউ

মোঃ আরাফাত আলী

Updated 24-Oct-16 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 18

গতকাল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে এতে ৬৫টি কলেজে পাস করেনি কেউ!

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার ৬৫ টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ৪২। অর্থাৎ এবার শূন্য পাস কলেজের সংখ্যা গতবারের চেয়ে ২৩ টি বেড়েছে।

৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। তবে এবার মাদরাসা বোর্ডে পাসের হার বেড়েছে।