চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগনাল বড়ুয়া পাড়ায় বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ একটি ঐক্য ও সম্প্রীতির দেশ।
তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ হচ্ছে বিএনপির মূলমন্ত্র, যা সকল ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের মানুষের মধ্যে ঐক্য স্থাপন করে। মীর মোহাম্মদ হেলাল আরও অভিযোগ করেন, যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, তারাই সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালায়। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে ছিলেন, তবে আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
এ সময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নেতৃবৃন্দ চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নবপন্ডিত বৌদ্ধ বিহার ও নন্দনকানন বৌদ্ধ বিহারে গিয়ে প্রবারণা পূর্ণিমার আয়োজনে অংশ নেন এবং ফানুস ওড়ানোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এরশাদ উল্লাহ বলেন, গৌতম বুদ্ধের অহিংসার বাণী মানবজাতিকে শান্তির পথে পরিচালিত করতে পারে, যা আজকের বিশ্বে সংঘাত ও হিংসা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত নাজিমুর রহমান বলেন, বিএনপির ভিশন ২০৩০-এ সব সম্প্রদায়ের অধিকার রক্ষার প্রতিশ্রুতি রয়েছে এবং চট্টগ্রাম অঞ্চলের বৌদ্ধদের আরও বেশি করে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন জামান, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিনসহ অন্যান্য