বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট জনাব মোঃ গোলাম রসুল বকুল রংপুর -২(বদরগন্জ-তারাগন্জ) এর বিভিন্ন জায়গায় ঘুরতেছেন এবং গণ সংযোগ করতেছেন।
তিনি দলীয় কর্মিদের খোজ খবর নিচ্ছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন
তিনি গণ সংযোগ কালে বিভিন্ন জায়গায় বক্তব্য দিছেন এবং ত্যাগী নেতাদের যেনো মূল্যায়ন করা হয় সে বিষয়ে সবার প্রতি আহবান জানাচ্ছেন। তিনি বলেন এখোন দলে হাইব্রিড নেতাদের আনাগোনা বেড়েছে, এই হাইব্রিড নেতাদের ভিঁড়ে যেনো দলের প্রকৃত কর্মীরা হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য বলেন নেতা কর্মীদের।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে সাথে নিয়ে মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই।